মনির হোসেন কুমিল্লা সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের কৃষক। তিনি ১৫/০৬/২০২০ ইং তারিখে এ আর মালিক সিডস এর ‘কেটিএক্স ৭২৬’ জাতের হাইব্রীড মূলা চাষ করেন।

মূলা বপন থেকে ৪০ দিনের মাথায় প্রথম উত্তোলন করেছেন ৪০০০ পিস মূলা যার ওজন প্রায় ১০০০ হাজার কেজি এবং বিক্রয় করেছেন কেজি ৪০ টাকা দরে, মোট দাম পেয়েছেন ৪০,০০০ টাকা। প্রথমবার উত্তোলনের পর তিনি যে হিসাব করেছেন তাতে আরও ১১৫০০-১২০০০ পিস বাজারজাত করার মত মানসম্পন্ন মূলা উত্তোলন করতে পারবেন, যা থেকে কমপক্ষে আরো ১১০,০০০ টাকা আসবে। তাহলে মোট বিক্রয় দাঁড়াবে (৪০০০০+১১০,০০০)=১৫০,০০০ টাকা, এ পর্যন্ত খরচ হয়েছে ৫০০০০ টাকা।

মনির হোসেনের সম্ভাব্য লাভ লোকসান হিসাব (মোট বিক্রয় ১৫০০০০-মোট খরচ ৫০০০০ টাকা)=মোট লাভ ১০০,০০০ টাকা।

মনির হোসেনের বলেন, এত অল্প সময়ে এবং বর্ষা কালে মূলার বাম্পার উৎপাদন আমার চাষাবাদের জীবনে দেখিনি। তাছাড়া খরচ বাদে ৪০ শতক জমিতে ১০০০০০ লক্ষ টাকা লাভ করা অন্য কোন মূলা চাষ করে কোনভাবেই করা করা সম্ভব না।

তিনি এই জাতের মূলায় বাড়তি শিকড় গজায় না, মূলা আকাবাঁকা হয়না, সকল মূলা একই সাইজের হয়, দেখতে সাদা, এই মূলার পাতা ছোট। উপরের অংশ চিকন হয় না, ত্বক মসৃণ, অর্ধেকের বেশি অংশ মাটির উপরে থাকে এ কারণে খুব সহজে ফসল উত্তোলন করা যায়। জমিতে বেশি দিন রেখে দিলেও ভিতরে ফাঁপা ও আঁশ হয় না, খেতে খুবই সু-স্বাদু আর বাজারে চাহিদা সব সময় বেশি।