Carrot গাজর- নিউ কুরোদা (New Kuroda) বপন সময়কালঃ আগস্ট-নভেম্বর নিউ কুরোদা জাত হতে ৮০ থেকে ৯০ দিনে ফসল সংগ্রহ করা যায় উজ্জ্বল কমলা রঙের গাজর, পার্শ্ব শিকড় হয় না ভিতরের মজ্জা নরম ও খেতে খুবই সুস্বাদু জাতটি স্বল্প জলাবদ্ধতায় টিকে থাকতে পারে নিউ কুরোদা জাতের গাজর দীর্ঘদিন হিমাগারে সংরক্ষণ করা যায় হাইব্রিড গাজর – অরেঞ্জ স্মাইল (Orange Smile) বপন সময়কালঃ আগস্ট-নভেম্বর অন্যান্য জাতের তুলনায় বীজ ছোট তাই বেশি বীজ পাওয়া যায় পাতাগুলি খাড়া হওয়ায় জমিতে অধিক সংখ্যক গাজর পাওয়া যায় রঙ উজ্জল কমলা ও খেতে খুবই সুস্বাদু দীর্ঘদিন হিমাগারে সংরক্ষণ করা যায় Our Products