Sponge Gourd হাইব্রিড ধুন্দল- মমতা (Momota) বপন সময়কালঃ সারা বছর মমতা জাতটি আঁঠা ঝরা রোগ (গামি স্টেম ব্লাইট) ও পাতায় হলদে বাদামী দাগ হয়ে ঝলসে যাওয়া রোগ (ডাউনি মিলডিউ) সহনশীল ৪৫ থেকে ৫০ দিনে ফসল সংগ্রহ করা যায় ফলের ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম এবং দৈর্ঘ্য ৩৫ থেকে ৪০ সে.মি. মমতা ধুন্দল এর ত্বক মোলায়েম, প্রতিটি ফল একই আকৃতির হয় এবং ফল বেঁকে যায় না এই ধুন্দল খেতে মিষ্টি ও সুস্বাদু হাইব্রিড ধুন্দল- আর্তি (Aarti) বপন সময়কালঃ সারা বছর আর্তি জাতটি আঁঠা ঝরা রোগ (গামি স্টেম ব্লাইট) ও পাতায় হলদে বাদামী দাগ হয়ে ঝলসে যাওয়া রোগ (ডাউনি মিলডিউ) সহনশীল ৪৫ থেকে ৫০ দিনে ফসল সংগ্রহ করা যায় এবং গাছপ্রতি ৩৫ থেকে ৪০টি ফল ধরে ফলের ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম এবং দৈর্ঘ্য ৩৫ থেকে ৪০ সে.মি. আর্তি ধুন্দল এর ত্বক মোলায়েম, প্রতিটি ফল একই আকৃতির হয় এবং ফল বেঁকে যায় না এর ফলের বয়স বেশি হলেও ভিতরে ফাঁপা হয় না এবং বীজের রঙ সাদা যা মানুষ পছন্দ করে Our Products