Spinach হাইব্রিড পালং শাক- সামার ওয়ান্ডার (Summer Wonder) সামার ওয়ান্ডার জাতটি সেপ্টেম্বর থেকে মার্চ বপনের উৎকৃষ্ট সময় সামার ওয়ান্ডার মাত্র ৩০ দিনে বাজারজাত করা যায় তবে ৬০ দিন পর্যন্ত জমিতে রেখে দিলে প্রতিটি গাছ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত ফলন পাওয়া যায় পালং শাকের এই জাতটি ক্যালসিয়াম ও জিংক সমৃদ্ধ এবং খেতে অত্যন্ত সুস্বাদু অন্যান্য জাতের থেকে সামার ওয়ান্ডার এর ফলন অনেক বেশি হয় Our Products