সাফল্য কথা

গ্রীনবল বেগুন চাষে সাফল্য

মিসেস কামরুন্নেছা, স্বামী নুরুল আলম, গ্রাম- কাশেমপাড়া, ৩নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, বান্দরবান। কামরুন্নেছা তার স্বামী নুরুল আলমকে সাধারণ সবজি চাষে সহায়তা করে আসছেন এবং এখন স্বামীর অনুপস্থিতিতে নিজেই চাষাবাদ করতে পারেন। তার সবজি আবাদের জমি ২৫ শতাংশ। এক ছেলে এক মেয়ে এবং স্বামী কে নিয়ে তার চার সদস্যের পরিবার। স্বামী-স্ত্রী দুজনেই সবজি চাষের সাথে জড়িত। দুজন মিলেই সবজির ক্ষেত পরিচর্যা করেন এবং মাঠে কাজ করেন ।

স্বামী নুরুল আলম এ আর মালিক সিডস প্রাঃ লিমিটেড এর মাঠ পর্যায়ের কর্মকর্তা ধীমান চন্দ্র দাশের পরামর্শে এ মৌসুমে প্রথমবার গ্রীনবল বেগুন চাষ করেন। মাত্র পাঁচ শতাংশ জমিতে প্রথমবার গ্রীনবল বেগুন চাষ করে ভাল ফলন পাওয়ায় স্বামী-স্ত্রী দুজনই খুবই খুশি। ইতিমধ্যে তারা বেগুন বিক্রি করা শুরু করেছেন। বাজারে দামও পেয়েছেন ভালো। পাঁচ শতাংশ জমি থেকে এ পর্যন্ত প্রায় ৮০ কেজি বেগুন ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন এবং আরো প্রায় ৫০ কেজি বেগুন বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
অল্প পরিমান জমিতে গ্রীনবল বেগুন চাষ করে ভাল ফলন ও দাম পাওয়ায় এবং সংসারের চাহিদা পূরন করতে পারায় স্বামী-স্ত্রী তাদের সন্তানদের নিয়ে সুখে দিন কাটছে বলে স্বস্তি প্রকাশ করেন। গ্রীনবল বেগুনের ফলন এবং বাজার চাহিদা দেখে তিনি এ মৌসুমেই এ আর মালিক সিডস কোম্পানির বিজলি প্লাস মরিচ চাষ করেছেন। ইতিমধ্যে মরিচ বিক্রি শুরু করেছেন এবং প্রথমদিকে ৫ কেজি ১৩০ টাকা দরে বাজারে বিক্রি করেছেন।
কামরুন্নেছা এবং নুরুল আলম জানান, বান্দরবান পাহাড়ি অঞ্চল হওয়ায় আবাদি জমি কম। এ আর মালিক সিডস প্রাঃ লিমিটেডের বীজ উন্নত ও ফলন ভাল হওয়ায় এবং রোগ বালাই কম হওয়ায় অল্প পরিমান জমিতে ভাল ফলন পাওয়া যায় এবং কৃষক লাভবান হতে পারেন। তারা আরো জানান, কৃষকের কাছে এখন আস্থা, বিশ্বাস ও নির্ভরযোগ্য বীজ হিসেবে এ আর মালিক সিডস প্রাঃ লিমিটেডের বীজ আশার আলো দেখিয়েছে।

আরো সাফল্যগাথা